বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪৬ পিএম
বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করেছেন। প্রচারণার দ্বিতীয় দিনে বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে ট্রাক প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে এইচ এম ফারদিন ইয়ামিন বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে। গণঅধিকার পরিষদ সেই জনগণের কণ্ঠস্বর হয়ে রাজনীতিতে এসেছে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি। তিনি আরও বলেন,  বাবুগঞ্জ-মুলাদীর মানুষ উন্নয়নের নামে শুধু আশ্বাস পেয়েছে, বাস্তব পরিবর্তন পায়নি। নির্বাচিত হলে এ এলাকার মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, নদী ভাঙ্গন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে কাজ করব। ফারদিন ইয়ামিন বলেন, ট্রাক প্রতীক সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আপনারা দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনগণের সংসদ গঠনে ভূমিকা রাখতে পারেন। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের একটি ভোটই পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতে। গণসংযোগকালে গণঅধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দলের বার্তা তুলে ধরেন এইচ এম ফারদিন ইয়ামিন। নেতাকর্মীরা জানান, রহমতপুর এলাকায় ট্রাক প্রতীকের পক্ষে সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ধারাবাহিকভাবে বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।