ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুই তরুনী খালার বাড়ীতে বেড়ানোর কথা বলে বাড়ী থেকে বের হয়ে গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। উক্ত দুই তরুনী হলো-উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরসালেপুর গ্রামের মানিক মোল্যার মেয়ে মানিয়া আক্তার (১৬) ও পাশের বাড়ীর শেখ মাসেম এর মেয়ে শাহেদা আক্তার (১৫)। গত ৮ জানুয়ারী দুপুরে ওই দুই তরুনী খালার বাড়ী পার্শ্ববতী সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামে বেড়ানোর উদ্দেশ্যে তাদের বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর উক্ত খালার বাড়ী সহ সমস্ত আত্নিয় স্বজনদের কাছে খোঁজ করেও দুই তরুনীর সন্ধান পায়নি বলে জানিয়েছেন নিখোঁজের পরিবার। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় নিখোঁজ দুই তরুনীর নামে দু’টি জিডি হয়েছে। জিডি নং-৪১৬ ও ৪১৫ নং, তাং-১২/০১/২০২৬খ্রি.। বৃহস্পতিবার জিডির তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এসআই রিফাত উদ্দন জানান,“দুই তরুনী নিখোঁজের ঘটনায় তদন্ত কাজ চলছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায় নাই। তবে, ঘটনার দিন বাড়ী থেকে বের হয়ে দুই তরুনী মিলে একটি ভাড়ার মোটরসাইকেল যোগে পদ্মা নদীর ট্রলার ঘাট পর্যন্ত গিয়েছিল। সেই সময় মোটরসাইকেলে বসে তরুনীরা অজ্ঞাত কাউকে পদ্মা নদীর অপর পারে অপেক্ষা করতে অনুরোধ করছিল বলে চালকের কাছ থেকে জানতে পেরেছি”। জানা যায়, নিখোঁজ তরুনীরা খালার বাড়ীর পাশে চর চাঁদপুর গ্রামের একটি মাদ্রাসায় লেখাপড়া করে আসছিল। মাদ্রাসা বন্ধ থাকায় তারা নিজ বাড়ীতে অবস্থান করছিল। ঘটনার দিন দুপুরে সেই খালার বাড়ী বেড়ানোর কথা বলে তারা চরের বাড়ী থেকে বের হয়। দুর্গম চরাঞ্চলের লোকেরা সাধারনত মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ীতে করে যাতায়াত করে থাকেন। তাই ওই দুই তরুনী বাড়ী থেকে বের হয়ে পদ্মা নদীর ট্রলার ঘাট পর্যন্ত যাওয়ার জন্য একটি মোটরসাইকেল ভাড়া করে রওয়ানা হয়। মোটরসাইকেল চালক উপজেলা পদ্মা নদীর বাদশার খেয়া ঘাটের দুপুর ১ টার ট্রলার দুই তরুনীকে ধরিয়ে দেন। এরপর থেকে ওই দুই তরুনীর আর কোনো সন্ধান পাওয়া যায় নাই। তবে তরুনীদের বহনকারী মোটসাইকেল চালক শেখ আখের (৪০) জানায়, “আমার চলন্ত মোটরসাইকেলের পিছনে বসে তরুনীরা মুঠোফোনে অজ্ঞাত লোকের সাথে কথা বলতে শুনেছি। তরুনীরা বার বার ফোনে বলতেছিল আপনি পদ্মা নদীর অপর পারে চরহাজীগঞ্জ ট্রলার ঘাটে অপেক্ষা করুন আমরা আসতেছি। তরুনীরা এই ধরনের কথা বলছিল বলে চালক জানান”।