দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম
দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

বগুড়ায় গভীর রাতে দই ব্যবসায়ীর বাড়িতে লোকজনকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ির দরজা বাইর থেকে আটকে রাখে। যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বুধবার (২১ জানুয়ারি) দিনগত গভীর রাতে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভক্তরাম বিশ্বাস জানান, রাত দুইটার পর গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে আমি ও  ছেলে পঙ্কজ বিশ্বাস। এ সময় মুখোশ পরা ১৫ থেকে ১৬ জনের এক দল ডাকাত ঘরে ঢ়ুকে পড়ে। ডাকাতেরা গৃহকর্তা ভক্তরাম  বিশ্বাস ও গৃহকর্তী সবিতা রানী দাসকে মারধর করে। তাদেরকে জিম্মি করে ফেলে ।  সিন্দুক ভেঙে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণের গহনা লুট করে নেয়। এ ছাড়া তারা বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেয় এবং প্রতিবেশীদের কয়েকটি বাড়ির দরজাও একইভাবে বন্ধ করে রাখে। তিনি আরও জানান, আমাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে ওই ফাঁকা মাঠ থেকে ককটেলের আলামত সরঞ্জাম উদ্ধার করেছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শ্মনাক্ত ও গ্রেপ্তারের  পুলিশের একাধিক টিম কাজ করেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে