ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ফুটওভার ব্রীজ ও যাত্রী ছাউনির দাবি

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০২:০৫ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ফুটওভার ব্রীজ ও যাত্রী ছাউনির দাবি

মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রীজ অথবা আন্ডারপাস, মসজিদ ও যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে মানববন্ধ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় মেদিনীমণ্ডল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে এলাকাবাসীকে যোগদানের আহ্বান করে ইতিমধ্যে আয়োজকদের কয়েকজন সদস্য ফেসবুকে পোস্ট দিয়েছেন। আয়োজকদের এক সদস্য শেখ রাকিব জানান, পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার ১০০/১৫০ মিটারের মধ্যে খানবাড়ি বাসস্ট্যান্ড। সড়কে দাঁড়িয়েই যাত্রী ওঠানামা করে বাস কোম্পানিগুলো। তা ছাড়া ফুটওভার ব্রীজ না থাকায় যাত্রী ও পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এর ফলে প্রায়ই এখানে দুর্ঘটনায় মানুষ হতাহতের ঘটনা ঘটছে। এক্সপ্রেসওয়েতে চলাচলকারীদের প্রায় ২০/৩০ শতাংশ যাত্রী এখানে ওঠানামা করে। অথচ গুরুত্বপূর্ণ এ স্থানে কোনো যাত্রী ছাউনি ও টয়লেট নেই। এর ফলে মানুষজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি আমাকে কেউ জানায়নি, এমনকি মানববন্ধনের জন্য কেউ অনুমতিও নেয়নি। 

আপনার জেলার সংবাদ পড়তে