খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০২:০৯ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বটতলা শ্রমিক সংগঠনের কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজিউর রহমান গাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর সঞ্চালনায় শুক্রবার বাদ মাগরিব বটতলা শ্রমিক সংগঠন কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে চর রাজিবপুর উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান।সংক্ষিপ্ত আলোচনা শেষে আবুল হাসেম মুন্সির পরিচালনায় দোয়ার মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি চর রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যাপক মোখলেছুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা , সহ সাংগঠনিক সম্পাদক ও তাতী দলের সাধারন সম্পাদক আলমাছ হোসেন, রাজিবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব হোসেন,সাধারণ সম্পাদক রুহুল আমিন,রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন,১নং যুগ্ম সম্পাদক লিমন আহমেদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, চর রাজিবপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ কাশেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফি আলম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে