মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্ত বিহঙ্গ তরুন সংঘের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মালখানগর কলেজ রোডে সংগঠনের নবনির্মিত কার্যালয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি মো. রায়হান মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জরুল আলম, ব্যাবসায়ী ও সংগঠক দোলন মোল্লা, সমাজ সেবক তসলিম উদ্দিন শেখ, সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সহ সভাপতি খোরশেদ আলম শিশির, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জামান, বিশিষ্ট ব্যবসায়ি মো. ফয়সাল, রাইজিং স্টার সোস্যাল ক্লাবের সভাপতি মো. শরীফ হক প্রমুখ।