নির্বাচনী এলাকায় ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা পরিস্থিতি অবনতির শংকায় সংবাদ সন্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনিত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু তালিবের উপস্থিতিতে শহরের কাচামাল হাটাতে তার নির্বাচনী কার্ষালয়ে ওই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, ভোটের প্রচারনার শুরুতেই একটি গোষ্টি ভোট বানচালে মাথাচাড়া দিয়ে উঠেছে। কয়েকদিন আগে দুস্কৃতিকারীরা রাতের আধারে ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি হুসাইন আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে হামিলা চালিয়ে আহত করেছে। এছাড়াও উপজেলার জামাল ও কোলা ইউনিয়নসহ কোথাও কোথাও দাড়িপাল্লা প্রতিকের ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এসব ঘটনা নিয়ন্ত্রনে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের তেমন জোড়ালো ভ’মিকা দেখছে না। এতে সাধারন ভোটারদের মাঝে শংকা দেখা দিচ্ছে। সংবাদ সন্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নউত্তরে জামায়াত নেতৃবৃন্দরা আরো বলেন, বৃহস্পতিবার এ উপজেলার নির্বাচনী বিরোধে কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। এনায়েতপুর গ্রামে অগ্নিসংযোগ হয়েছে। এসব ঘটনাগুলি নির্বাচনী পরিবেশ নষ্টের লক্ষন বলে প্রতিয়মান হচ্ছে। নেতৃবৃন্দ দল বা নাম উল্লেখ না করেই বলেন, স্থানীয় প্রশাসন একটি পক্ষকে নির্বাচনী আচরন বিধিতে আইনে বিশেষ ছাড় দিতে দেখা যাচেছ। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে কঠোর ভ’মিকা পালনে এ আসনে সুষ্টু নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবী জানায়। জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক মোল্ল্যার সভাপতিত্বে সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কালীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওঃ লুৎফর রহমান, ঝিনাইদহ জেলা প্রশিক্ষন সম্পাদক মাওঃ ওলিউর রহমান, শিবিরের জেলা সভাপতি আরিফুল ইসলাম, থানা সভাপতি ঈশা খান, তালিমুল কোরান জেলা প্যানেল উস্তাদ মাওঃ শহিদুজ্জামান ও মিডিয়া পরিচালক ইকবাল হুসাইনসহ কর্মপরিষদ সদস্যগন।