বাগেরহাট-১ আসনের মোল্লাহাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু আনাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন শামীম ও থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবির সহ সংশ্লিষ্টরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মোঃ বাতেন বলেন, “একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভোট গ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাই মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনার মূল শক্তি। আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে।” তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “নির্বাচনের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল। সামান্য ভুলও বড় জটিলতা তৈরি করতে পারে। তাই এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা সতর্কতার সঙ্গে অনুসরণ করে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।” তিনি সকল ভোটগ্রহণ কর্মকর্তাকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, ধৈর্য ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। জানা গেছে, মোল্লাহাট উপজেলায় মোট ৪৯ জন প্রিসাইডিং অফিসার, ২৬২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৫২৪ জন পোলিং অফিসারকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণে ভোটকেন্দ্র পরিচালনা, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোটার সহায়তা এবং নির্বাচন চলাকালীন করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা ভোট গ্রহণ কার্যক্রম আরও দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।