ভালুকায় মৎস্য খামারীরা খরচ বাচাতে নষ্ট হচ্ছে পরিবেশ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:০৯ পিএম
ভালুকায় মৎস্য খামারীরা খরচ বাচাতে নষ্ট হচ্ছে পরিবেশ

ভালুকায় মাছের খাদ্য হিসাবে অধিকাংশ মৎস্য খামারগুলোতে ব্যবহার করছে মানবদেহের ক্ষতিকারক মুরগির বিষ্টা ও মরা মুরগির নাড়ি ভুড়ী। খামারীরা খরচ বাচাতে ফিস ফিডের বিকল্প হিসাবে এসব খাদ্য ব্যবহার করছেন। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই। ভালুকায় মাছ চাষে ব্যাপক বিল্প ঘটিয়েছে। উৎপাদিত মাছ ভালুকার চাহিদা পুরন করে দেশে বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়ে থাকে। সম্প্রতি খামারীরা মাছ চাষে খরচ কমাতে ফিসফিড খাদ্য খাবার না দিয়ে ব্যবহার করছে মানবদেহের ক্ষতিকারক মুরগি বিষ্টা ও পল্টি খামারের মরা ও পচা মুরগি। উপজেলার বেশ কয়েকটি মৎস্য খামারে পাশে মাছের খাদ্য হিসাবে মরা মুরগি, নাড়ি ভুড়ী ও বিষ্ঠা উন্মুক্ত স্থানে প্রক্রিয়া করে পচানো হচ্ছে। ফলে দুর্গন্ধে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে,তেমনি আশ-পাশের বাড়ী ঘরের মানুষ বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। এলাকাবাসী জানান,মৎস্য খামারীরা মাছ চাষে খরচ কমাতে বিভিন্ন ফ্যাক্টরি থেকে মরা লেয়ার,বয়লার মুরগি ও মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে মুরগির বিষ্ট্ ানাড়ি ভুঁড়ি সংগ্রহ করে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছে। এসব মাছ খেলে মানব দেহের যেমন ক্ষতিকর তেমনি বিভিন্ন রোগবালাই ও স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। মৎস্য আইন ২০২০ অনুযায়ী খামারে মুরগি ও তার বিষ্ঠার ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। আইন অমান্য করলে অন্তত দুই বছরের কারাদণ্ড ও অনাদায়ে ৮ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। অথচ খামারিরা এসব খাদ্য ব্যবহার করে মাছ চাষ করছেন।  নাম প্রকাশ না করার শর্তে একজন মৎস্য চাষী জানান,খাদ্যের দাম অনেক বেশি তাই বিকল্প খাবার হিসাবে মুরগির বিষ্ঠার সাথে পচা মুরগি খাওয়ালে অল্পতে মাছের গ্রোথ বেশি হয় এবং খরচ কম হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল জানান, মৎস্য খামারে মরা মুরগী নাড়িভুড়ীর ও বিষ্ঠার ব্যবহার আইনত অপরাধ, এটির ব্যবহার রোধে খামারিদের উদ্বুদ্ধ করতে হবে। বিষ্টা ব্যবহার কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে হয়তো এসব ব্যবহার কমে আসবে। উপজেলা মৎস্য কর্মকর্তা সায়েদুর রহমান জানান, মাছের খাদ্যের বিকল্প হিসেবে মুরগির বিষ্ঠা ও পচা নাড়ীভুরি ব্যবহারের কোন সুযোগ নেই। যেসব খামারে মাছের খাদ্য হিসাবে মুরগির বিষ্টা ও পচা মুরগি খাওয়াচ্ছেন, তাদের বিরুদ্ধে তালিকা করা হচ্ছে। খুব দ্রুত আইনিগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে