রাজশাহী নগরীতে ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত এই ব্যক্তি ড্রেনে পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভাটাপাড়ায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহের উপরের অংশ ড্রেনের মধ্যে ঢুকেছিল৷ আর পা উপরের দিকে। ধারনা করা হচ্ছে তিনি প্রস্রাব করতে গিয়ে মারা গেছেন। তার শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করা হবে।