বাঘায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সার্টিফিকেট প্রদান

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:১৪ পিএম
বাঘায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সার্টিফিকেট প্রদান
রাজশাহীর বাঘায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভ্যাগাবন্ড এসোসিয়েশনের অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এর আগে উপজেলার তেতুঁলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মেধাতালিকা ক্রমঅনুসারে শিক্ষার্থীদের অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথমমস্থান অর্জনকারী বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহান সাদিককে ৫ হাজার, দ্বিতীয়স্থান অর্জনকারী পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজমাইন ইনকিয়াদকে ৩ হাজার, তৃতীয়স্থান অর্জনকারী দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জুনায়েদ আহমেদ ২ হাজার এবং সাধারণ বৃত্তপ্রাপ্ত ১১ জনকে এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। একই সাথে পরীক্ষায় অংশ গ্রহণকারী সকলকে সার্টিফিকেট দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ভ্যাগাবন্ড এসোসিয়েশন” এর সভাপতি সোহেল রানা এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় উপস্থিাত ছিলেন সাধারণ সম্পাদক ও তেতুঁলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জার্জিস হোসেন, প্রভাষক মিজানর রহমান, সহ-সভাপতি মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলুর রহমান মুক্তা, সাবেক সভাপিতি শামসুল আলম, আব্দুস সালাম, জিয়াউর রহমান, রুজদার আলী প্রমুখ। “ভ্যাগাবন্ড এসোসিয়েশনটি” উপজেলার বাউসা ইউনিয়নের তেতুঁলিয়া বাজারে ২০০২ সাল থেকে এর কার্যক্রম শুরু করেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে