আগৈলঝাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:২০ পিএম
আগৈলঝাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে স্বামীর পরকীয়ায় বাধাঁ দেওয়ায় স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মিমাংসার কথাবলে ডেকেনিয়ে মারধর উভয় পক্ষের আহত ৪ জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।  এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক বলেছে লিখিত অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বাকাল ইউনিয়নের উত্তর ফুল্লশী গ্রামের ইউনুস ফরিয়ার মেয়ে তানজিলা আক্তারের সাথে ১২ বছর পূর্বে উপজেলার পূর্ব রাংতা গ্রামের আব্দুল মোল্লার ছেলে রকিব মোল্লার সাথে সামাজিক ভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে। রকিবের ভাই কালাম মোল্লা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তার স্ত্রী (মারুফা বেগমের) সাথে রকিবের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।  মারুফার স্বামী কালাম মোল্লা দেশে এসে মারা যান। এরপরেও দেবরের সাথে ভাবীর পরকীয় সর্ম্পক চলতে থাকে। তানজিলার বিয়ে পরেও এই পরকীয়া সম্পর্ক অব্যহত থাকায় স্ত্রী তানজিলা স্বামীকে বাধাঁ দেওয়ায় তাকে স্বামী রকিব মোল্লা একাধিকবার শারীরিক নির্যাতন করেছে। সম্প্রতি স্বামী রকিবের নিযার্তন সহয় করতে না পেরে তানজিলা পিতার বাড়ি চলে আসে। এরপরে রকিবের বড় ভাই ছালাম মোল্লা বিয়য়টি মিমাংসার কথা বলে তানজিলার পিতার বাড়ির লোকজনকে বাংতা গ্রামে ডেকে নেয়। মিমাংসার জন্য তানজিলার চাচা শাহজাহান ফরিয়া ও ভাইয়ের ছেলে আলামিন শুক্রবার রাত ৯টায় মটরসাইকেল করে রাংতা গ্রামে রকিবের বাড়িতে যায়। ওই বাড়িতে গেলে রকিব ও তানজিলার বিরোধের ঘটনা নিয়ে দুই-পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় তানজিলার স্বামী রকিব মোল্লা ও তার ভাই সালাম মোল্লার নেতৃত্বে ৫-৬ জন মিলে তানজিলা বেগম, শাহজাহান ফরিয়া, আলামিন কে মারধর করে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় তাদের ব্যবহৃত মটরসাইকেল, নগদ টাকা ও এটিএম কার্ড রেখে দেয় হামলাকারীরা। এঘটনায় গতকাল শনিবার সকালে তানজিলা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় অভিযুক্ত স্বামী রকিব মোল্লা পরকীয়ার ঘটনা আস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমাকে তানজিলার পরিবারের লোকজন রাস্তায় ডেকে মারধর করে। স্থানীয়রা  আমার স্ত্রীকে ও তার পিতার বাড়ির লোকজনকে মারধর করেছে। আমি  গৌরনদীতে চিকিৎসার  নিচ্ছি। এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক বলেন,  আমরা তানজিলার একটি লিখিত অভিযোগ পেয়েছি।  অভিযোগটি  তদন্ত করার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।