প্রশংসায় ভাসছেন এএসপি ইমরুল হাসান

ইসলামপুরে চুরি হওয়া মোবাইল দ্রুত উদ্ধার

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৪:২২ পিএম
ইসলামপুরে চুরি হওয়া মোবাইল দ্রুত উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় চুরি হয়ে যাওয়া এক সাংবাদিকের মোবাইল ফোন দ্রুত উদ্ধার করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ইসলামপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরুল হাসান। তার দক্ষ নেতৃত্ব ও তাৎক্ষণিক পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই মোবাইলটি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। রবিবার (২৫ জানুয়ারি) এএসপি ইমরুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে চুরি হওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ এবং পরে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। দ্রুত ও হয়রানিমুক্ত এই সেবায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে। এদিকে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইসলামপুর থানাকে দালালমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছেন এএসপি ইমরুল হাসান। বর্তমানে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ দালাল ছাড়াই সরাসরি পুলিশি সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে থানার পরিবেশ আগের চেয়ে অনেক ভাল আরও  শৃঙ্খলাপূর্ণ স্বচ্ছ ও জনবান্ধব হয়ে উঠেছে। দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এএসপি ইমরুল হাসান ইতোমধ্যে ময়মনসিংহ রেঞ্জে দুইবার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি জামালপুর জেলা পুলিশ দুইবার পেশাদারিত্ব ও সৎ নেতৃত্বের প্রমাণে শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে পুরস্কৃত  হয়েছেন তিনি। স্থানীয় সচেতন মহলের মতে, এএসপি ইমরুল হাসানের  যোগদানের পর সৎ ও কর্মঠ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। তার উদ্যোগে ইসলামপুর থানায় দালালমুক্ত সেবা নিশ্চিত হওয়ায় পুলিশের প্রতি মানুষের আস্থা নতুন করে ফিরে আসছে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে সকলের  প্রতি সহযোগিতামূলক মনোভাব এবং দ্রুত কার্যকর উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভুক্তভোগী সাংবাদিক মফিজুল সরদার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এত দ্রুত মোবাইল উদ্ধার হওয়া আমাদের জন্য বড় স্বস্তির।  ইমরুল হাসানের মতো দায়িত্বশীল কর্মকর্তা থাকলে সাধারণ মানুষ নিশ্চিন্তে পুলিশের সহযোগিতা নিতে আসবে।