পটুয়াখালীর দুমকী উপজেলার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:১০ পিএম
পটুয়াখালীর দুমকী উপজেলার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

দুমকী উপজেলা প্রশাসনের আয়োজনে ও আজমত গ্রুপের প্রধান পৃষ্ঠ পোষকতায় দুমকী উপজেলা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ফাইনাল খেলায় সপ্নশিরি মুরাদিয়া ১-০ গোলে  আবদুল্লাহ খান এন্টারপ্রাইজ কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমত গ্রুপের চেয়ারম্যান ও মোহনা টেলিভিশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর ডাঃ মোঃ আতাহার উদ্দিন। ফাইনাল খেলা উপভোগ করতে প্রচন্ড শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমাদের দেশে বর্তমানে ফুটবলের চেয়ে ক্রিকেট খেলা অনেক বেশি এগিয়ে গিয়েছে, তাই ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলাকে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন আমাদের দেশের মেয়েরা ছেলেদের চেয়ে ফুটবল খেলায় অনেক এগিয়ে আছেন। আর সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য ও যুবকদের কে ক্রিয়া মুখী করার জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফুটবল খেলা অনুষ্ঠিত। তিনি আরও বলেন প্রতি বছর এ রকম টুর্নামেন্টের আয়োজন করা হবে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। টুর্নামেন্টে মোট ১৩ টিম অংশ গ্রহণ করেন।