হাতিয়ায় আজ বিএনপির জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৬, ১২:১৩ পিএম | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ১২:১৩ পিএম
হাতিয়ায় আজ বিএনপির জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান
ছবি, সংগৃহিত

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে আজ সোমবার বিকেল চারটায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে।

এদিকে সারাদেশে ধারাবাহিক নির্বাচনী সফরের অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। এছাড়া ২৩ বছর পর বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে রাজশাহীতে যাবেন তিনি। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিবেন তিনি।

বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, রাজশাহীর সমাবেশ শেষ করে সড়কপথে নওগাঁ যাবেন তারেক রহমান। সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। পরে সড়কপথে বগুড়ায় যাবেন। ওই রাতেই বগুড়াতে আরেকটি নির্বাচনী সমাবেশ করবেন। সমাবেশ শেষ করে বগুড়ায় বিএনপি চেয়ারম্যানের রাতযাপনের সম্ভাবনা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে