হাটহাজারীতে আইন শৃঙ্খলা সেলের সভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:২১ পিএম
হাটহাজারীতে আইন শৃঙ্খলা সেলের সভা

চট্টগ্রাম -৫ হাটহাজারীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের নিদের্শনা অনুসারে গঠিত নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভারভেশন টিম এবং বিশেষ আইন শৃঙ্খলা সেলের সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। টিমের সদস্য সচিব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজ অধ্যক্ষের প্রতিনিধি গুল মোহাম্মদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসির প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফাহমুন নবী, সেনা বাহিনী, ্র্যাব এর ডি ডি,  আনসার ভিডিপি কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে গ্রহনযেগ্য ও অবাদ হয়, সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে কোনরুপ শংকা বোধ না করে, কেন্দ্রে কোনরুপ বিশৃঙ্খল যাতে না হয় সেজন্য প্রত্যোক ভোট কেন্দ্র সি সি ক্যামরা স্থাপন করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সভায় জানানো হয়। চট্টগ্রাম ২৮২, হাটহাজারী -৫ নির্বাচনী এলাকায় এবার মোট ভোট কেন্দ্র ১শ ৪৩টি। তৎমধ্যে হাটহাজারী ১৪টি ইউনিয়ন ও ১টি  পৌরসভা ১০৫টি এ সিটি করপোরেশন দুইটি ওয়ার্ড ৩৮ টি কেন্দ্র ভোট গ্রহন করা হবে। ভোট কেন্দ্রে সি সি ক্যামরা ছাড়া ও থাকবে পুলিশ বডি ক্যামরা। উল্লেখিত ভোট কেন্দ্রের মধ্যে ৩১ কেন্দ্র বেশি ঝুঁকি পূর্ণ এবং ৮৩ টি কেন্দ্র অপেক্ষাকৃত কম ঝুঁকি পূর্ণ বলে চিহ্নিত করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। তাছাড়া নির্বাচনে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি কারীদের তালিকা সংগ্রহের কাজ,অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে বলে জানানো হয়। যাদের বৈধ অস্ত্র রয়েছে সেগুলো তালিকা সংগ্রহ করে থানায় জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেনা বাহিনী, ্র্যাবর, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি, নির্বাচন ভিজিল্যান্স ও অবজারভারভেশন টিম এখন থেকে প্রতিনিধি টহল দেওয়া শুরু করবে। ইতিমধ্যে উপজেলা সদরে বিজিবি ক্যাম্প স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে বলে সভায় জানানো হয়। যাতে লোকজন নিরাপদ ভোট কেন্দ্র যেতে পারে এজন্য প্রশাসন প্রস্তত রয়েছে।