শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ পিএম
শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক ছাত্রীর উপস্থিতিতে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ওবায়দুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন, সাংবাদিক আতাউর রহমান কাজল এবং ব্যাংকের অফিসার সুশান্ত দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়দীপ বিশ্বাস বলেন, “শিশু বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে তারা ভবিষ্যতে আর্থিকভাবে আত্মনির্ভরশীল হতে পারবে। সঞ্চয় শুধু টাকা জমানো নয়, এটি শৃঙ্খলা, ধৈর্য ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক-তাদের হাতে যদি সঠিক আর্থিক জ্ঞান তুলে দেওয়া যায়, তাহলে দেশও উপকৃত হবে।” সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. জহির আলী বলেন, “বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান দেওয়া অত্যন্ত প্রয়োজন। স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হচ্ছে, যা তাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের নিয়মিত সঞ্চয় করার আহ্বান জানান এবং অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের প্রয়োজন মেটানোর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে উপহারসামগ্রী ও খাবার বিতরণ করা হয়। ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংক কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে