বরিশাল-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, ) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ পিএম
বরিশাল-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণায় এবার যুক্ত হয়েছেন বরিশাল আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।  এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা ও মহানগর আইনজীবী নেতৃবৃন্দ  ২৬ জানুয়ারি সোমবার  কলেজ গেট ও মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। প্রচারণাকালে আইনজীবী নেতৃবৃন্দ  সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। আইনজীবী নেতৃবৃন্দ বলেন , মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তারা। এ সময়  বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । প্রচারণায় আইনজীবী সমাজের সরব উপস্থিতি এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।