বড়দলে অষ্ট প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ পিএম
বড়দলে অষ্ট প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বড়দলে শ্রীশ্রী অদ্বৈত জয়ন্তী উপলক্ষে ৫১ তম অষ্ট প্রহরব্যাপী অখন্ড ভূবন মঙ্গল তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। বুড়িয়া শ্রীশ্রী মদন গোপাল আশ্রম ও জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সোমবার (২৬ জানুয়ারী) অনুষ্ঠান সম্পন্ন হয়। গত শনিবার মহানাম যজ্ঞের শুভ গন্ধাধিবাস ও শ্রীমদ্ভাগবত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রবিবার মহানাম সংকীর্ত্তন, যজ্ঞ ও ভক্তসেবা এবং নামভঙ্গ ও কুঞ্জভঙ্গ লীলাকীর্ত্তন, নগর ভ্রমণ, নাম বিতরণ, মধ্যাহ্নে ভোগ মহোৎসবাদি লীলা কীর্ত্তন বিলাস, মহাপ্রসাদ বিতরণ ও ভক্তসেবার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মন্দিরের সভাপতি নিরঞ্জন গোস্বামী, সম্পাদক সুভাষ সরদারের পরিচালনায় অনুষ্ঠানে নাম পরিবেশনায় ছিলেন, অদ্বৈত সম্প্রদায়, জয়কৃষ্ণ সম্প্রদায়, শান্তিমাতা সম্প্রদায় (অষ্টসখী), পাগলভোলা সম্প্রদায়, শ্রীগুরু নির্ম্মল ঠাকুর সম্প্রদায়, আদি গৌর নিতাই সম্প্রদায়।