বিয়ের পিঁড়িতে বসছেন টম-জেনডায়া

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ পিএম
বিয়ের পিঁড়িতে বসছেন টম-জেনডায়া

হলিউডের আলোচিত তারকা জুটি জেনডায়া ও টম হল্যান্ডের বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া একটি ছবি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুমতি ছাড়া তোলা ওই ছবিতে স্পাইডার-ম্যানখ্যাত তারকা জেনডায়া ও টম হল্যান্ডকে দেখা যায় খ্যাতনামা বিলাসবহুল ওয়েডিং প্ল্যানার মার্সি নিয়েমিয়ারকোর সঙ্গে। নিয়েমিয়ারকো হলিউডের এ-লিস্ট তারকাদের বহু আলোচিত বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত থাকায় তার উপস্থিতি নতুন করে কৌতূহল উসকে দিয়েছে। ছবিটি প্রকাশ্যে আসার পরপরই ভক্তরা সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ লিখেছেন, ‘নিশ্চয়ই বড় কিছু আসছে’, আবার কেউ সম্ভাব্য বিয়ের স্থান, আয়োজন ও সময় নিয়ে নানা জল্পনা শুরু করেন। তবে সতর্ক ভক্তদের একটি অংশ মনে করিয়ে দিয়েছেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় এবং টম হল্যান্ডের অফিসিয়াল টিমও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জানা যায়, জেনডায়া ও টম হল্যান্ড ২০২৫ সালের জানুয়ারিতে বাগদান সম্পন্ন করেন। স্পাইডার-ম্যান চলচ্চিত্র সিরিজের শুটিং চলাকালীন তাদের সম্পর্কের সূচনা হয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও তারা বরাবরই ব্যক্তিজীবন আড়ালে রাখতে পছন্দ করেন। সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে জেনডায়া টম হল্যান্ডকে তার “সবচেয়ে প্রিয় মানুষ”বলে উল্লেখ করেন। যদিও এটি তাদের গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়, তবু বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি এই তারকা দম্পতি। ফাঁস হওয়া ছবিটি ভক্তদের আগ্রহ বাড়ালেও এখনো পর্যন্ত জেনডায়া কিংবা টম হল্যান্ড- কেউই এ নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে সম্ভাব্য বিয়ের সময়, স্থান কিংবা আয়োজনের ধরন- সবই রয়ে গেছে রহস্যের আড়ালে। হলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে যে কোনো ইঙ্গিতই বিনোদন দুনিয়া ও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এখন ভক্তদের চোখ অফিসিয়াল ঘোষণার দিকেই।