র্যাব-৬ এর অভিযানে খুলনা মহানগরীর সদর থানা এলাকা হতে মাদক পরিবহনের সময় ১২.৪ কেজি গাঁজাসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৬ জানুয়ারী-২০২৬ নিয়মিত মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধ সংক্রান্ত ডিউটি করার সময় পৌণে ১ টার সময় কেএমপি খুলনার জিরোপয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনা মহানগরীর সদর থানার ২১ নং ওয়ার্ডের জব্বার সরণী স্টেশন রোড, পানির ট্যাংকির বিপরীত পাশে মেসার্স কবির ট্রের্ডাসের ২নং টিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা কেনা-বেচা করছে। সংবাদ পাওয়া মাত্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংবাদটির সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর ১২ টা ৪০ মিনিটের সময় উক্ত ঘটনাস্থলে র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে ১নং আসামি মোঃ আক্তার মিয়া (৩৫), পিতা: মুসলিম মিয়া, মাতা: রেখা খাতুন, সাং-ডুলনা, ১ নং ওয়ার্ড, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, এ/পিঃ হোটেল সিটি হোম, হরিণটানা, খুলনা, ২নং আসামি মিরাজুল ইসলাম (২৫), পিতা: হানিফ আকন, সাং-দক্ষিণ মোহাম্মদনগর, সাচিবুনিয়া, ৬ নং ওয়ার্ড, থানাঃ লবণচরা, জেলাঃ খুলনাকে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা ১২.৪ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয়কে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।