ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করেছে মহেশপুর ব্যাটালিয়ান (৫৮ বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধারের পাশাপাশি অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় ১১ জন কে আটক করা করেছে।শনিবার রাত থেকে সকাল পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়।ইশ্বরচন্দ্রপুর গ্রামের একটি ভুট্টা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
ভোর সাড়ে৫ টার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির সদস্যরা গোপালপুর গ্রামের কাঁচা রাস্তার পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে। মাদক উদ্ধারের এই দুই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে সকাল ৬ টা ২০ মিনিটে পলিয়ানপুর থেকে অবৈ ধভাবে ভারতে যাওয়ার সময় ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। আটককৃত ৪ জন হল ধীরাজ দত্ত(৭০) মনিরামপুর,যশোর, গৌরাঙ্গ দাস (৫৩) মুকসুদপুর, গোপালগঞ্জ। মনোহর হালদার(৬২) গোপালগঞ্জ। দুলাল হালদার (৪২) গোপালগঞ্জ।মহেশপুর ব্যাটালিয়ান সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।