সংসদে লাঠি নিয়ে যেতে চাই: খালেদ সাইফুল্লাহ

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ০১:০০ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০১:০০ পিএম
সংসদে লাঠি নিয়ে যেতে চাই: খালেদ সাইফুল্লাহ

দুর্নীতির বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতীকী প্রতিবাদ জানিয়ে সংসদে লাঠি নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ। তবে এই লাঠি কোনো মানুষকে আঘাত করার জন্য নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে ব্যবহার করবেন বলে স্পষ্ট করেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় এক নির্বাচনী পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এই প্রার্থী বলেন, “সংসদে গেলে আমি দুর্নীতির ভূত তাড়াতে এই লাঠি নিয়েই যাব।”মাওলানা খালেদ সাইফুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার এই বক্তব্য পথসভায় উপস্থিত ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করে।

পথসভায় তিনি বলেন, “আমি বই পড়ে রাজনীতি করি না, বাস্তব অভিজ্ঞতা থেকে রাজনীতি করি। দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, একবার উপজেলা চেয়ারম্যান ছিলাম। ইউনিয়ন পরিষদে দুর্নীতি ঠেকাতে গিয়ে দেখেছি এর মূল আস্তানা উপজেলা পরিষদে। আবার উপজেলা পরিষদে গিয়ে বুঝেছি-দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হলে সংসদে যেতে হবে।”

দেশের টেন্ডার ব্যবস্থায় দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকজন ছাড়া কেউ টেন্ডার পায় না। এক কোটি টাকার কাজ দেখানো হয় দশ কোটি টাকা। বিগত সরকারের রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “ওপর থেকে ১০০ টাকা পাঠানো হলে গ্রামে পৌঁছায় মাত্র ১০ টাকা, বাকি ৯০ টাকাই লুট হয়ে যায়।” নিজের হাতে থাকা লাঠিটি দেখিয়ে এই প্রবীণ রাজনীতিক বলেন, “আমি বয়সের কারণে হাঁটার জন্য এই লাঠি ব্যবহার করি। উপজেলা পরিষদেও এটি সঙ্গে রাখতাম। এবার সিদ্ধান্ত নিয়েছি-দুর্নীতির ভূত তাড়াতে এই লাঠি নিয়েই সংসদে যাব।”

তিনি আরও বলেন, এই নির্বাচন তিনি ব্যক্তিগত লাভ বা জন্য করছেন না। “আমি এটিকে জিহাদ ও ইবাদত হিসেবে গ্রহণ করেছি,”-বলেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী।