জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, একটি দল অন্যান্য সব দলকে বিলুপ্ত করে নিজেদের ভেতরে নিয়ে গেছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরুই করেছেন অন্যদের সমালোচনা দিয়ে। তিনি বলেন, “তাহাজ্জুদের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হচ্ছে। তাহাজ্জুদের পর তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে।”
এনসিপির মুখপাত্র ও ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য- ‘শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছে’- অত্যন্ত লজ্জাজনক। এই বক্তব্যের মধ্য দিয়েই বোঝা যায় কেন ১৭ বছরেও শেখ হাসিনাকে দেশ থেকে সরানো সম্ভব হয়নি।
তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধিতার নামে বিভিন্ন রাজনৈতিক দলে ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে। তাদের অভ্যন্তরীণ বোঝাপড়ার কারণেই বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর মুক্তি পায়নি।”
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্ণীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যকালে তারা এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্ণীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী এবং রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান আল বান্নাহসহ অন্যান্য নেতারা।