বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০১:২৩ পিএম
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার সারপার ও চারটভাঙ্গা গ্রামের পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার  (২৬ জানুয়ারি ) বিকেলে নারায়নপুর পৌরসভার নারায়নপুর  ডিগ্রি  কলেজ রোড সংলগ্ন মাঠে এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া,শাম দাস ও সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস,হরি দাস এবং রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি  মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তাদের ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে নগেন্দ্র চন্দ্র দাস বলেন, আমরা পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আনোয়ার হোসেন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমরা ওয়াদা দিচ্ছি- শতভাগ ভোট ধানের শীষে দেব এবং প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। আমরা চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো.জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। তিনি আরও বলেন, আমি ছাত্রদল করেছি,যুবদল করেছি,এখন বিএনপি করছি। আমার রক্তে বিএনপি।আমরা সবাই শান্তি চাই। আমরা এক সাথে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। 

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের  সদস্য সচিব মো. সোহেল রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, নারায়নপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী প্রমুখ। 

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

এ সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে  ' হিন্দু-মুসলিম ভাই ভাই,ধানের শীষে ভোট চাই।'

আপনার জেলার সংবাদ পড়তে