ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার গুলশান থেকে যাত্রা শুরু করে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে উত্তরাঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণা নতুন গতি পাবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা হন তারেক রহমান। বিএনপির মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ বিরতির পর ময়মনসিংহে তার সরাসরি উপস্থিতিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এই জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় পরিসরের মঞ্চ, একাধিক এলইডি স্ক্রিন ও পর্যাপ্ত শব্দব্যবস্থার আয়োজন করা হয়েছে, যাতে দূর থেকেও সমাবেশের বক্তব্য শোনা ও দেখা যায়।
ময়মনসিংহের সমাবেশ শেষে ফেরার পথে একই দিন সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক দুটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এসব সভায়ও তিনি দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেবেন।
বিএনপির নেতারা বলছেন, ময়মনসিংহের জনসভায় বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনের কৌশল ও রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরবেন দলীয় প্রধান। এক নেতা জানান, “দীর্ঘদিন পর তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।”
সব কর্মসূচি শেষে রাত ৮টার দিকে তারেক রহমান গুলশানের বাসভবনে ফিরবেন বলে বিএনপির মিডিয়া উইং সূত্রে জানানো হয়েছে।