ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইস্কন পরিচালিত ফান্দাউক শ্রী শ্রী পাগল শংকর মন্দিরের ৫টি কক্ষে চুরি সংগঠিত হয়েছে। ২৬ জানুয়ারি (সোমবার) মধ্যরাতে মন্দিরের কলাপসিবল গেইটের তালা ও ভেতরের দরজার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এ চুরির ঘটনায় ভক্তদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোরে মন্দিরের সেবায়েত অধ্যক্ষ সুকদা বলরাম দাস মন্দিরের মূল দরজা খুলতেই দেখতে পান মন্দিরের ভেতরে সবই এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাৎক্ষনিকভাবে অন্যান্যদের বিষয়টি জানালে সবাই ঘটনাস্থলে আসেন এবং পাগল শংকর মন্দিরে এমন চুরির ঘটনায় সকলেই হতবাক হন ও সাথে সাথেই বিষয়টি পুলিশকে জানায়।
দুর্বৃত্তরা মন্দিরের দান বাক্স থেকে নগদ অর্থ,পিতলের আসন, পিতলের কাসা পিতলের ঘটিসহ রাধামাধব বিগ্রহ ২ সেট, গৌর নিতাই ২ সেট, গোপাল ২ পিস, বাঁশি, কাসা গ্লাস ও পূজার প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত অধ্যক্ষ সুকদা বলরাম দাস জানান আমি ঘুম থেকে ভোরে উঠে মন্দিরে সেবা দিতে গিয়ে দেখি মন্দিরের সব কিছু এলোমেলো। লক্ষ্য করে দেখি মন্দিরে পূজায় ব্যবহৃত কাসা-পিতলের সরঞ্জামগুলো নেই। এরপর সবাইকে ডাক দিলে সবাই উঠে দেখে একে একে ৫টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় বলেন,শত বছরের পুরনো এই মন্দিরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। সোমবার রাত ১টা থেকে আড়াইটার মধ্যে মন্দিরে তালা ভেঙ্গে চুরি সংগঠিত হয়। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাসিরনগর থানার ওসি তদন্ত কৃষ্ণলাল ঘোষ জানান, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চুরি হওয়া টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।