বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তেঁতুল বাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও তেঁতুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনাস্থ মোল্লাহাট কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোরশেদ উদ্দিন মিয়া এবং মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম, সমাজসেবক মোঃ নাসির মিয়া, বিএনপি নেতা সরদার মেজবাহ উদ্দিন, দুলাল মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক ও সাংবাদিক কেএম মাহামুদুল।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল কাশেম কালিম ও প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খায়রুল আলম দুঃখু।