কলমাকান্দায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০২:১৩ পিএম
কলমাকান্দায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও ও কমিটির সভাপতি মাসুদুর রহমান।

সভায় উপজেলার সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিক হোসেনসহ পুলিশ প্রশাসন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে