শ্রীমঙ্গলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০২:৫১ পিএম
শ্রীমঙ্গলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসব মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 

মৌলভীবাজার জেলা শিক্ষক অফিসার মোঃ ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসীনি সিনহা, কাকিয়াবাজার উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকি, হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান প্রমুখ। 

পরে বিদ্যালয়ের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করে। এর পরপরই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে