চারদিন ধরে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৩:০৩ পিএম
চারদিন ধরে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত, চা শিল্প এলাকা ও দেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গলে চলতি মৌসুমে শীত অব্যাহত রয়েছে। গত ৪ দিন ধরে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। 

মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকাল  ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি এবং রবিবার ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়াও সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ ডিগ্রী সেলসিয়াস। 

তবে সকালে সুর্যের আলোর দেখা পাওয়ায় শীতের তীব্রতা অনেক কমে গেছে। ঝলমলে রোদ থাকায় জনজীবনে ফিরে এসেছে স্বস্থি। তবে গত কয়েকদিন ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। গত ৮ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। 

শ্রীমঙ্গলে শীত কমে আসলেও  বিশেষ করে চা-বাগানগুলোতে শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তবে ভোরবেলা কুয়াশায় আচ্ছন্য থাকে সারা উপজেলা। শীত নিবারণে কেউ কেউ জ্বালাচ্ছেন খড়কুটো বা আগুন, আবার অনেকেই আশ্রয় নিচ্ছেন চায়ের দোকানে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি, ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আপনার জেলার সংবাদ পড়তে