সক্ষমতা বাড়াতে র‍্যাব পাচ্ছে ১০০ জিপ ও ৬০ এসি মাইক্রোবাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৪ পিএম
সক্ষমতা বাড়াতে র‍্যাব পাচ্ছে ১০০ জিপ ও ৬০ এসি মাইক্রোবাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সক্ষমতা বৃদ্ধির উদ্যোগে তিনটি জিপ, ১০০টি টহল পিকআপ ও ৬০টি এয়ারকন্ডিশনড মাইক্রোবাস ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “র‍্যাবের অভিযানের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়ন করা হবে।”

সভায় এ ছাড়াও রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৪০ হাজার টন দানাদার ইউরিয়া সার এবং রাশিয়া থেকে ৩৫ হাজার টন মিউরেট অব পটাশ-এমওপি সার আমদানিরও অনুমতি মিলেছে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার টন মসুর ডাল ১০ লটে কেনা হবে, এবং সিঙ্গাপুর থেকে পাঁচ কার্গো এলএনজি আমদানি করা হবে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “বাংলাদেশ ভবিষ্যতে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নিচ্ছে। সেজন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়ন করবে না। “বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ছিল, তা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছে। নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে। এতে তাদের ওপর অতিরিক্ত চাপ হবে না।”

সরকারি ক্রয় সংক্রান্ত এই সিদ্ধান্তের মাধ্যমে র‍্যাবের টহল ও অভিযানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্য ও সার আমদানির নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা হবে। এর সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদন সক্ষমতার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনারও সূচনা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে