প্রস্তুত সার্কিট হাউস মাঠ

ময়মনসিংহে তারেক রহমানের জনসভা, নেতা–কর্মীদের উৎসাহী উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:০৫ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৫২ পিএম
ময়মনসিংহে তারেক রহমানের জনসভা, নেতা–কর্মীদের উৎসাহী উপস্থিতি

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে ফিরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মাঠে জড়ো হতে শুরু করেছেন।

সার্কিট হাউস মাঠে প্রস্তুত করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। ভাষণ সম্প্রচার করা হবে ৭০টি মাইকে, পাশাপাশি মঞ্চ থেকে দুটি এবং মঞ্চের দুই পাশে আরও দুটি এলইডি স্ক্রিনে প্রদর্শিত হবে তার বক্তব্য। জনসভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এবং ২০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ আসনের প্রার্থী জাকির হোসেন বাবুল সমাবেশের শুরুতে বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, আধা ঘণ্টার মধ্যে তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন।” নেত্রকোণা থেকে আসা সমর্থক শিহাব সরকার জানান, “সার্কিট হাউস মাঠ ঐতিহাসিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে আজ তার উত্তরসূরি তারেক রহমানের বক্তব্য শোনার সুযোগ পাচ্ছি। এটি বহু দিনের স্বপ্ন পূরণ।”

এর আগে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ২২ জানুয়ারি তারেক রহমান নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপর চট্টগ্রাম থেকে দ্বিতীয় দফায় পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন। ময়মনসিংহের জনসভা হলো এই সফরের তৃতীয় দফা। তারেক রহমান আরও গাজীপুর ও উত্তরা সমাবেশে অংশগ্রহণ করবেন।

বিএনপি কর্মী শারমিন চৌধুরী বলেন, “নারী অধিকার নিশ্চিতে তারেক রহমানের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা শুনতে চাই। সভায় আমরা সক্রিয়ভাবে অংশ নেব।” আর নেতা শফিকুল ইসলাম বলেন, “তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য সকাল থেকেই অপেক্ষা করছি। আগামী দিনে দেশ এগিয়ে যাবে তার হাত ধরে, এই প্রত্যাশা আমরা করি।”

দলীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালের প্রতিনিধি সভার পর এই প্রথম তারেক রহমান ময়মনসিংহে সরাসরি উপস্থিত হচ্ছেন। জেলা বিএনপি আশা করছে, এই সমাবেশ বৃহৎ জনসমুদ্রে পরিণত হবে এবং বিভাগের ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় জনগণের কাছে পৌঁছাবে।

আপনার জেলার সংবাদ পড়তে