সীতাকুন্ড পৌর সদরে আসলাম চৌধুরীর গণসংযোগ

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম
সীতাকুন্ড পৌর সদরে আসলাম চৌধুরীর গণসংযোগ

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র সমর্থনে সীতাকুন্ড পৌর সদরে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অংশ নেন তাঁর সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সীতাকুন্ড পৌর সদরের দক্ষিণ ইদিলপুরের ভুইয়া বাড়ি এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর মাহমুদা বেগম। সভা সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন রফিক। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলি, নার্গিস আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জামিলা নাজনীল মাওলা বলেন, আসলাম চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক ও সামাজিক মানুষ। চট্টগ্রাম-৪ আসনের এমন কোনো জনপদ নেই, যেখানে তিনি মানুষের সুখ-দুঃখে ছুটে যাননি। জনগণের পাশে থাকার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আসলাম চৌধুরীর বিকল্প নেই। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে