বরিশালে এলপিজি গ্যাস সংকটে চরম ভোগান্তি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০৯ পিএম
বরিশালে এলপিজি গ্যাস সংকটে চরম ভোগান্তি

বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকটের কারণে থমকে গেছে সিএনজি চালিত থ্রি-হুইলারসহ ভাড়ায় চালিত রেন্ট-এ কারের প্রাইভেটকার ও মাইক্রোবাস। ফলে অন্যসব যানবাহনেও ভাড়া বৃদ্ধি পেয়েছে।

গত দুইদিন থেকে এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে। যেকারণে উল্লেখিত যানবাহনের চালকদের আয়ের পথ বন্ধ হওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা বিপাকে পরেছেন।

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ছয় সদস্যর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। আমার একার আয়েই কোনমতে দিন চলে যায়। এরইমধ্যে গত দুইদিন থেকে গ্যাস সংকটে ভাড়ায় চালিত আমার থ্রি-হুইলার বন্ধ রয়েছে। এতে করে পরিবার-পরিজন নিয়ে আমি চরম ভোগান্তিতে পরেছি। তিনি আরও বলেন-আমার মতো অসংখ্য থ্রি-হুইলার চালকরা গ্যাস সংকটের কারণে এ সমস্যার মধ্যে পরেছে।

রূপাতলী এলাকার ভাড়ায় চালিত রেন্ট-এ কারের (মাইক্রোবাস) চালক মো. রুবেল বলেন-গ্যাস সংকটের কারণে আগের ভাড়া ধরা অনেক ট্রিপ বাতিল করা হয়েছে। কারণ জ্বালানি তেলে খরচ অনেক বেশি হওয়ায় এসব ট্রিপ বাতিল করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরজমিনে বরিশাল নগরীর কেডি এলপিজি ফিলিং স্টেশনে সিএনজি চালিত থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনের দীর্ঘলাইন দেখা গেছে। এসব যানের চালকরা জানিয়েছেন, গত তিন-চারদিন ধরে পর্যাপ্ত গ্যাস নেই। এরমধ্যে গত দুইদিন থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পাম্প থেকে জানানো হয়েছে-গ্যাস নেই, তবে যেকোন সময় গ্যাস আসবে। এজন্য তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, আমদানি কম থাকার কারণে এ সংকট তৈরি হয়েছে। গ্যাস ঠিকমতো পাওয়া যাচ্ছেনা। কোম্পানী থেকে জানানো হয়েছে, তারা গ্যাস আমদানি করে পৌঁছে দেয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন।

বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, যদি কোনো ফিলিং ষ্টেশনের ব্যবসায়ী নিজেরা গ্যাস সংকটের মিথ্যে অজুহাত তোলেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য একজন ম্যাজিষ্ট্রেটকে পরিস্থিতি যাচাই করতে দায়িত্ব দেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে