পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,নবীনবরণ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,বিজ্ঞান মেলা,সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের সহ সভাপতি সঞ্জিত সাহা কিংশুকসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,সাংবাদিক,অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।