বরিশালে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৩ পিএম
বরিশালে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয় ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমিতির জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমিতির জেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান হিরুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গত ৫ জানুয়ারি ভোররাতে নগরীর সদর রোডস্থ সমিতির জেলা কার্যালয়ের নিজস্ব ভবন ভাংচুর করা হয়। এ ঘটনায় জড়িত এক জন শ্রমিককে আটক করেছে পুলিশ। দুই ঘন্টা ধরে চালানো তান্ডবে ২০ জন শ্রমিক অংশগ্রহণ করেছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রিন্টিং মালিক ইকবাল আজম খানের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তারা আরও বলেন, হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনার পর আমরা ধর্মঘটের ডাক দিলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম আমাদের ডেকে নিয়ে প্রধান আসামি ইকবাল আজমসহ সকলকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন কেটে গেলেও এখন পর্যন্ত কোনও সমাধান তারা দিতে পারেনি। সমিতির জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ইসতিয়াক আহাম্মেদ রাহাত, জেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন, পরিচালক মো. মেহেদী হাসান লিংকন, হাসনাইন আহাম্মেদ তামিম, লিটন চন্দ্র মালি, সেলিম চৌধুরী, পটুয়াখালি জেলার সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম শাহীন, ঝালকাঠি জেলার প্রতিনিধি ফেরদৌস আহাম্মেদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে