ভালুকায় বিএনপিরসহ ৫ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ পিএম
ভালুকায় বিএনপিরসহ ৫ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমারদেশের ভালুকা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন ও স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমসহ ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪’শ জনের নামে মামলা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মাসুদ বাদী হয়ে রাজনৈতিক উদ্দেশে ভালুকা মডেল থানায় মামলাটি (নম্বর-৩১) করেন।

মামলা সুত্রে জানা যায়, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও বিএনপি থেকে সদ্য বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের (হরিণ) কর্মী সমর্থকদের মাঝে হামলা পাল্টা হামলার অভিযোগ উঠেছিলো। রোববার (২৫ জানুয়ারী) পৌরসভা সদর, কানার মার্কেট, বাটাজোর বাজার ও হবিরবাড়িতে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী সমর্থকদের মারধরের ঘটনা ঘটে। সন্ধ্যায় মোর্শেদ আলমের কর্মী সমর্থকেরা উপজেলা বিএনপি অফিস ভাংচুর করে । রাত ৭টা দিকে ধানের শীষের প্রার্থীর লোকজন মোর্শেদ আলমের নির্বাচনী অফিস ভাংচুর করে। এসব হামলার ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন নেতা কর্মী আহত হয়। ওই ঘটনায় ধানের শীষ প্রার্থীর পক্ষে থেকে দু’টি অভিযোগ ভালুকা মডেল থানায় দায়র করা হয়। ওই ঘটনায় সত্য খবর প্রকাশ করায় রাজনৈতিক উদ্দেশ হাসিলের জন্য ভালুকা উপজেলা বিএনপির সদস্য ভালুকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আমারদেশ প্রত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেনকে আসামী করা হয়। সোমবার (২৬ জানুয়ারী) রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মাসুদের দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

ভালুকা মডেল থানা অফিসর ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অপর একটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে