ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে লৌহজং উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাগণদের কে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারী সকাল থেকে বিকেল পর্যন্ত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।