শ্রীবরদীতে ৪টি ইটভাটায় অভিযান

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ এএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ এএম
শ্রীবরদীতে ৪টি ইটভাটায় অভিযান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় অনুমোদনহীন ইটভাটার স্থাপনা, কাঁচা ইট ভেঙে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) উপজেলার ৪টি ইটভাটায় এই অভিযান চালানো হয়। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের  কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতি ও শেরপুর পুলিশ লাইন্স এবং শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর এলাকার মেসার্স এম এস জিগজ্যাগ ব্রিকস, ভায়াডাঙ্গা এলাকার মেসার্স এবিএম অটো ব্রিকস, পোড়াগড় এলাকার মেসার্স পিনাকী এন্ড কোং এবং পশ্চিম ঝিনিয়া এলাকার মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকস নামক ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিটি ইটভাটাকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৪ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  উল্লেখ্য, গত  ডিসেম্বর মাসেও শ্রীবরদীতে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১২ লাখ টাকা জরিমানা আদায়সহ  ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে