জামালপুরে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীর কারাদণ্ড

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ এএম
জামালপুরে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীর কারাদণ্ড

যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের অভিযোগে  স্বামীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। সেই সাথে বিজ্ঞ আদালত আসামীকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন।দণ্ডিত ব্যক্তি জামালপুর সদর উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা  মৃত আয়েন উদ্দিনের  ছেলে  মো. কাওসার (৪২),। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক সাংবাদিকদের জানায়, মো. কাওসার ২০১৯ সালে ২৫ বছর বয়সী জান্নাতুলকে যৌতুক নিয়ে  বিয়ে করেন। বিয়ের পর থেকে কাওসার আরও যৌতুকের জন্য  প্রায় তাকে নির্যাতন করে আসছিল।  গত ১৭, মে, ২০২১ তারিখে কাওসার এর দাবি স্ত্রী পূরণ করতে ব্যর্থ হওয়ায়, জামালপুর শহরের কর্মস্থল কাথাকলি মার্কেটে  কানন কালার স্টুডিওতে নিয়ে সেখানে নির্মম ভাবে মারধর করেন। এ ঘটনার পর স্ত্রী জান্নাতুল জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। জামালপুর জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১) বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৬ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে ২ বছরের  সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেই সাথে  আসামীকে ৭০ হাজার টাকা জরিমানাও করেন। জরিমানার টাকা ভিকটিম  প্রাপ্ত হবেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন, পি,পি এ্যাডভোকেট মোঃ ফজলুল হক  শুনানি করেন ।

আপনার জেলার সংবাদ পড়তে