দিনাজপুরের পার্বতীপুরে শহিদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সাড়ে ৩ টায় বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী মুনপুরা মাঠে ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলাটি অনুষ্ঠিত হয়। ৪র্থ খেলাটিতে সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এতে সৈয়দপুর ফুটবল একাডেমি ৪-১ গোলে বনাম বগুড়ার শেরপুর ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পাবনার রেফারী তুষার সরকার এবং সহকারী রেফারী ছিলেন ফজলুল হক ও মো. ইমামুল ইসলাম। আর খেলায় ধারা বর্ণনা ছিলেন স্বনামখ্যাত ধারাভাষ্যকার দিনাজপুরের পার্বতীপুরের মো. খোরশেদ রায়হান ও দিনাজপুরের বীরগঞ্জের মো. তাইফুল ইসলাম তফু। গতকালকের খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর বেলাইচন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এআইএম হাসিবুর রশিদ রুম্মান। এতে সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম। এ সময় বেলাইচন্ডী ইয়ং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব, সাবেক সভাপতি একেএম খুরশীদ আলম মজনু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া পিন্টু, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ জানুয়রি টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হলেও সৈয়দপুর ফুটবল একাডেমির একটি গোল দেয়া নিয়ে চরম মতবিরোধের সৃষ্টি হয় এবং চরম হট্টগোল দেখা দেয়। পরবর্তীতে উভয় দলের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে দ্বিতীয় খেলাটি পুনরায় আজ ১১ জানুয়ারি খেলার পক্ষে উভয় দলই সদয় সম্মতি জ্ঞাপন করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ ১১ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি পুনরায় অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৭ ডিসেম্বর পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের ৮ম আসরে পঞ্চগড়, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নীলফামারী, কুষ্টিয়া ও বগুড়াসহ মোট ৮টি ফুটবল দল অংশ নিচ্ছে। এতে অংশ গ্রহনকারী ফুটবল দলগুলো হচ্ছে, পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি, রংপুরের পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব, রাজশাহীর ফুটবল একাডেমি, সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ ওয়ান্ডার্ট ক্লাব, বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি, নীলফামারীর ফুটবল কোচিং সেন্টার ও সৈয়দপুর ফুটবল একাডেমী। আগামী শনিবার (১৭ জানুয়ারি) টুর্নামেন্টের ৫ম খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে নীলফামারী ফুটবল কোচিং সেন্টার বনাম কুষ্টিয়া জেলার পোড়াদহ ওয়ান্ডার্ট ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।আগামী ৭ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর এ ফাইনাল খেলার মধ্য দিয়ে শহিদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ টুর্নামেন্টের অষ্টম আসরের পরিসমাপ্তি ঘটবে।