গফরগাঁওয়ে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৭:২০ পিএম
গফরগাঁওয়ে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচবাগ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গত শুক্রবার বিকালে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাঁচবাগ ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আলতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আল ফাত্তাহ্ খান, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন খান নাজিম, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দীন ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান, গফরগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আব্দুল আল নিহাদ প্রমূখ। এছাড়াও পাগলা থানা বিএনপি, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে