পোরশায় বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৩ পিএম
পোরশায় বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ

নওগাঁর পোরশা গাঙ্গুগুরিয়া ইউনিয়নের সরাইগাছী এলাকা থেকে উৎস নামে একজন (বাক প্রতিবন্ধী) যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ উৎস রায় সরাইগাছি গ্রামের কোকিল চন্দ্র রায়ের ছেলে। রবিবার সকালে উৎস বাড়ি থেকে বের হয়ে সে আর আসেনি। তার গয়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে কাল রংগের সোয়েটার্র ও পরনে কফি কালারের প্যান্ট ছিল। তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে মঙ্গলবার তার বড় বোন সৌরভী রানী পোরশা থানায় একটি জিডি করেন। (জিডি নং-১৩১৭) তারিখ: ২৭/০১/২০২৬। কোন ব্যক্তি উক্ত নিখোঁজ যুবকের কোনো তথ্য বা সন্ধান পেলে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান তার সরকারি -০১৩২০১২৩৮৫০ নং যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে