অবাধ সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৮ পিএম
অবাধ সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-এবারের ব্যালটের মাধ্যমে আমরা সদ্য প্রয়াত আমাদের মাতা বেগম খালেদা জিয়াকে কবরে শান্তি দিতে চাই, আর দিল্লীতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে শিক্ষা দিতে চাই। ছিনতাই কিংবা ডাকাতি করে নয়, অবাধ সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের হাজীপাড়া বাজারে সর্বস্তরের জনতার সাথে গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-আমরা দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই। এই মুহুর্তে আমাদের দেশের সামনে, জাতীর সামনে তারেক রহমান ছাড়া অন্যকোন ভবিষ্যত নাই। তিনি আরও বলেছেন-আমাদের নেতা তারেক রহমান যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ঘোষণা দিয়েছেন তার সুফল পেতে হলে আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। জনসাধারণকে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমাকে নির্বাচিত করা হলে প্রতিটি এলাকায় গোপন অভিযোগের বাক্স বসানো হবে। যেখানে ক্ষমতাসীন দলের কোন নেতাকর্মী অন্যায় অত্যাচার করলে তাদের বিরুদ্ধে সর্বস্তরের জনসাধারণ অভিযোগ দিতে পারবেন, এরপর অভিযুক্তদের বিরুদ্ধে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। সবশেষে জহির উদ্দিন স্বপন বলেন-এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ঠকবে না। অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ জামাল উদ্দিন ফকির, সেকান্দার আলী মৃধা, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয়, উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।