বাঘায় বিএনপি নেতার ফেসবুকে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৫:১৫ পিএম
বাঘায় বিএনপি নেতার  ফেসবুকে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলেছুর রহমান মুকুলের বিরুদ্ধে কয়েক দিন থেকে ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোটালে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাজুবাঘা নতুনপাড়া গ্রামে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের বাড়ির অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ মুখলেছুর রহমান মুকুল লিখিত বক্তব্যে বলেন, কিছু স্বার্থন্বেষী মহল আমার জনপ্রিয়তা ও ব্যবসার সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে কতিপয় ভুয়া মোবাইল সাংবাদিক স্বাস্থ্য কম্পপ্লেক্সে এসে ডা. আসাদুজ্জামান আসাদকে বিভ্রান্তিকর প্রশ্ন করে এবং মিথ্যা নিউজ করার ভয় দেখাই। একপর্যায়ে ভূয়া সাংবাদিকরা দূরব্যাবহার শুরু করলে পাশে থেকে বাধা দিই। তার কিছুদিন পর অনিবন্ধিত নিউজ টিভি নামক ফেসবুক পেইজ থেকে তথ্যবিহীন অসত্য নিউজ প্রকাশ করা হয়। একইভাবে কয়েকটি অনলাইন পেইজ থেকেও এআই সফটওয়ারের মাধ্যমে নিউজ প্রকাশ করা হয়। রাজশাহীর এক প্রেসক্লাবের মাধ্যমে জানতে পারি, তারা কোনো নিবন্ধিত সাংবাদিক না, তাদের কোন রেজিষ্ট্রেশন নেই। তারা বিভিন্ন জায়গায় মিথ্যা নিউজ করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। তারা আমার কাছেও বিভিন্ন মাধ্যমে চাঁদার দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করি। এছাড়া তাদের নামে রাজশাহীর কয়েকটি থানায় চাদাঁবাজি, মানহানী ও নারী কেলেঙ্কারীর মামলা রয়েছে। এছাড়া তারা ফেসবুক পেজের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে ৫ আগস্ট ২০২৪ এর পর আমার নামে চারঘাট থানায় মামলার কথা বলা হয়েছে, এ ধরনের কোনো মামলা আমার নামে নেই। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন নিউজ। তিব্রনিন্দা ও প্রতিবাদ জানানচ্ছি। তারা কখনো ভ্রাম্যমান আদালতের ভূয়া ম্যাজিস্ট্রেট, কখনোও ভূয়া ডিবি পুলিশ অফিসার, কখনোও কথিত ভূয়া নিউজ পোর্টালের সম্পাদক, টিভি চ্যানেলের চেয়ারম্যান এবং বড় মাপের ব্যবসায়ী বলে পরিচয় প্রদান করে। বিভিন্ন অন্তড়ালে রমরমা চাঁদাবাজি, মাদক চোরাকারবারি, নারী কেলেংকারী, নারী পুরুষ উভয়ই ব্লাকমেইল করে অঢেল অর্থ উপার্জনের একটি আধিপত্য বিস্তার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও শ্লীলতাহানির মামলা রয়েছে। তাদের অপকর্ম নিয়ে দেশের বিভিন্ন সুনামধন্য নিউজ পোর্টালে বিভিন্ন শিরোনামে নিউজ প্রকাশিত হয়েছে। মোহাম্মদ মুখলেছুর রহমান মুকলের দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এইসব মিথ্যা নিউজ না সরালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিেেবন বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানান। সংবাদ সম্মেলনে মোহাম্মদ মুখলেছুর রহমান মুকুলের সাথে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন।