কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার ভবন উদ্বোধন

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৫:২৭ পিএম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার ভবন উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার ভবন ‘পুবের হাওয়া’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষক-কর্মকর্তাদের জন্য নবনির্মিত এই ভবনে যারা থাকবেন তারা অনেক প্রশান্তির মধ্যে বাস করবেন বলে আমি আশা করি। দশতলা বিশিষ্ট এই ভবনটি চালুর মাধ্যমে ৩৬টি শিক্ষক-কর্মকর্তার পরিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে বলে আমি আশা করছি।’ উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ প্রকৌশলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান জানান, কোয়ার্টার ভবন উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। উল্লেখ্য দশতলা ভীতের উপর দশতলা বিশিষ্ট নবনির্মিত কোয়ার্টার ভবনে ১৩৮০ বর্গফুটের ১৮টি ও ১৫৬৪ বর্গফুটের ১৮টি অর্থাৎ মোট ৩৬টি ইউনিট রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন (১স সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনের কাজ সম্পন্ন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে