ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫ নং কাঁচেরকোল ইউনিয়নে পেঁয়াজ চাষকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাঙ্গালিয়া ও বোয়ালিয়া গ্রামে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের ১০ জন গুরুতর ভাবে আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামের মিরাজের সাথে বোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদের সাথে পেঁয়াজের চাষ ও পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।ভালো আর বুলবকার সংঘর্ষে জাঙ্গালিয়া গ্রামের মো: মিজান (৩০), মো: মিরাজ (৩৫) ও মো: মারুফ (২১) ও বোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদ (৪৫), সুমন (২০) ও রিমন (২০) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে উচিত তদন্ত শাকিল আহমেদ জানান, এই ঘটনায় দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তবে এখনো কোনো পক্ষই থানায় মামলা বা অভিযোগ দেয়নি। দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।