কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩০ পিএম
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ

ঝিনাইদহ কালীগঞ্জে মালিয়াট ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মালিয়াট ইউনিয়নের জামায়াতে আমির আহসান হাবিবের সভাপতিত্বে বিকাল ৪টায় ঝিনাইদহ ৪ আসনের  মালিয়াট ইউনিয়নের তত্তীপুর বাজারে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির আলোচনা করেন ঝিনাইদহ ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবু তালিব, বিশেষ অতিথির আলোচনা করেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান,খেলাফাত মজলিস কালীগঞ্জ থানা শাখার সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ যুব বিভাগের সভাপতি ডা: হামিদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা করেন। সমাবেশে বক্তারা আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার আহ্বান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে