আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক

নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সেমিনার

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম
নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সেমিনার

নড়াইলে ‘হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক’ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার। বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসার নামে কেউ যেন রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহার না করেন, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। হোমিওপ্যাথিক বিকল্প চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মূলনীতিতে অটুট থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রযোজ্য আইনসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট চিকিৎসকদের সচেতন হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন-ডা. ইসমাইল হোসেন বাপ্পী, নড়াইল হোমিওপ্যাথিক পেশাজীবী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক ডা. মফিজুর রহমান, ডা. দুলাল রাহা, লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হায়াতদুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ডা. শেখ রাজিবুল আলম, সহ-সভাপতি ডা. তছিবুল আলমসহ ৫০জন হোমিওপ্যাথিক  চিকিৎসক।

আপনার জেলার সংবাদ পড়তে